ভোটকে কেন্দ্র করে দুই প্রার্থীর কর্মী সমর্থকদের সংঘর্ষে যুবক নিহত


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারি ৫, ২০২২, ৪:২৯ অপরাহ্ণ /
ভোটকে কেন্দ্র করে দুই প্রার্থীর কর্মী সমর্থকদের সংঘর্ষে যুবক নিহত

চট্রগ্রাম প্রতিনিধি-

পঞ্চম দফায়   অনুষ্ঠিত হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন।  এ নির্বাচনে সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

চট্টগ্রামের আনোয়ারায় দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের সংঘর্ষের মধ্যে ভোটকে কেন্দ্র করে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম অংকুর দত্ত (৩৫)।  তিনি সিংহরা দত্তবাড়ি এলাকার নেপাল দত্তের ছেলে। সকালে সিংহরা রামকানাই উচ্চ বিদ্যালয়কেন্দ্রে ভোট দিতে যাওয়ার সময় তিনি সংঘর্ষের মধ্যে পড়েন।

 ৫ই  জানুয়ারি ( বুধবার)  ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের সময়  বেলা ১১টার দিকে আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা এলাকায় এ ঘটনা ঘটে। 

এ তথ্য নিশ্চিত করেছেন আনোয়ারা থানার পরিদর্শক মাহবুবুর রহমান। তিনি বলেন, ওই কেন্দ্রের এক কিলোমিটার দূরে দুই মেম্বার প্রার্থীর সমর্থকরা মারামারিতে জড়ায়।

এ সময় ইট ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয় অংকুরকে। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com