হাতিবান্ধায় বিয়ে করতে এসে বর জেলে


আবু রাসেল পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি প্রকাশের সময় : ডিসেম্বর ১০, ২০২১, ১১:২৯ অপরাহ্ণ /
হাতিবান্ধায় বিয়ে করতে এসে বর জেলে

 লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা এলাকায় বাল্যবিবাহ করতে এসে রতন মিয়া (২২) নামের এক যুবককে তিনমাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাতে উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সামিউল আমিন।

এসময় পুলিশ আসার খবর পেয়ে বরযাত্রী ও কনের বাবা পালিয়ে গেলেও গ্রামপুলিশের হাতে আটক হন বর রতন মিয়া (২২)। সাজাপ্রাপ্ত রতন মিয়া পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের জমগ্রাম এলাকার রহিদুল ইসলামের ছেলে। উপজেলা নির্বাহী অফিসার সামিউল আমিন বলেন, পশ্চিম সারডুবী এলাকার নবী উদ্দিনের মেয়ে বড়খাতা বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী সম্পা (ছদ্মনাম) এর বিয়ে হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসনসহ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় শিশু বিবাহের আয়োজন করা হয়েছে এবং ঘটনাস্থলে অন্যান্যদের না পেয়ে শিশু বিবাহ নিরোধ আইন ২০১৭ অনুযায়ী বর রতন মিয়াকে (২২) তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com