বার্সাকে হারিয়ে সেমিতে বায়ার্ন


আশিকুর রহমান সবুজ প্রকাশের সময় : আগস্ট ১৫, ২০২০, ১০:৫১ পূর্বাহ্ণ /
বার্সাকে হারিয়ে সেমিতে বায়ার্ন
কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলের বড় হারে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় বার্সেলোনার। বার্সাকে লজ্জায় ডুবিয়ে শেষ চারে উঠেছে বাভারিয়ানরা। ক্লাবের ইতিহাসে এটাই চ্যাম্পিয়নস লিগে বার্সার সবচেয়ে বড় পরাজয়। অন্যদিকে বায়ার্নের বীরত্বগাঁথা। নকআউট স্টেজে এতো বড় ব্যবধানে জিতেনি আর কোনো দল।

ম্যাচ শুরুর ৪ মিনিটেই মুলারের গোলে এগিয়ে যায় বায়ার্ন। তবে একটু পরেই আত্মঘাতি গোলে সমতায় ফেরে বার্সা। ঘুরে দাঁড়ানোর সুযোগ কাজে লাগাতে পারেনি কাতালানরা। আক্রমণ, মিডফিল্ড, ডিফেন্স সবখানেই দুর্বলতা ছিল প্রকট। বায়ার্নের ক্ষুরধার আক্রমণের সামনে তাই অসহায় হয়ে পড়ে মেসির দল। আধঘণ্টা না যেতেই ৪ গোল হজম করে বসে বার্সেলোনা।

বিরতির পর ফিরে এসে সুয়ারেজের গোল ব্যবধান কমায় কাতালান জায়ান্টরা। এতে যেন আরো তেতে ওঠে বায়ার্ন। একের পর এক গোল দিয়ে উৎসবে মেতে ওঠে বাভারিয়ানরা। চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়ে সেমিফাইনালে বায়ার্ন। অন্যদিকে ক্লাব ইতিহাসে লিগে সবচেয়ে শোচনীয় হার বার্সার।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com