কালাইয়ে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠান


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : এপ্রিল ১৬, ২০২৪, ৬:০০ অপরাহ্ণ /
কালাইয়ে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠান
কালাই( জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাইয়ে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর বাস্তবায়নে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠান ১৮ এপ্রিল উপজেলা প্রাণিসম্পদ অফিস ক্যাম্পাসে কালাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হায়াত এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন  উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা সামিয়া সাহরিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর এর প্রশিক্ষন কর্মকর্তা মোঃ খুরশীদ আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা অরুন চন্দ্র রায়, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মোঃ ফজলুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা বাবু মুনীশ চৌধুরী। প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প, প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায়-“প্রাণিসম্পদে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে- ব্যাপক আয়োজনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকাল ১০টায় প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৪ উদ্বোধন করেন যা সরাসরি মাল্টিমিডিয়ায় সম্প্রচারিত করা হয়েছে। উদ্বোধন শেষে ৩২টি স্টল অতিথিবৃন্দ পরিদর্শন করেন। অনুষ্ঠানটি সার্বিক ভাবে পরিচালনা করেন মোঃ গোলাম কিবরিয়া-এলএফএ।###
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com