তীব্র তাপাদহে বৃষ্টির জন্য সালথায় সালাতুল ইসতিসকার আদায়


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : এপ্রিল ২২, ২০২৪, ১১:২৫ অপরাহ্ণ /
তীব্র তাপাদহে বৃষ্টির জন্য সালথায় সালাতুল ইসতিসকার আদায়
আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন। তপ্ত রোদে পুড়ছে ফসলের মাঠসহ নদী নালা। গরমে পশু-পাখি, গাছ পালা, পানির মাছও হা হুতাশ করছে। এ অবস্থায় ফরিদপুরের সালথা উপজেলায় সালাতুল ইসতিসকার বা বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করেছেন মুসল্লিরা। স্থানীয় মুসলিম ও কৃষকদের আয়োজনে বুধবার (২৪ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে ফসলের মাঠে এই নামাজ আদায় করা হয়।
উপজেলার বিভিন্ন এলাকা হতে আগত কয়েকশো  ধর্মপ্রাণ মুসলমান এ নামাজে অংশগ্রহণ করেন। তাপদাহ থেকে মুক্তি পেতে ও আল্লাহর রহমতের আশায় বৃষ্টির জন্য এ নামাজ আদায় করা হয়।  নামাজ শেষে আল্লাহর রহমত কামনা করে তাপদাহ থেকে মুক্তি এবং বৃষ্টিবর্ষণের জন্য বিশেষ মোনাজাত করা হয়। বিশেষ এই নামাজ ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের  ঈমাম মুফতি রবিউল ইসলাম।
মুফতি রবিউল ইসলাম বলেন, ‘খরা বা দাবদাহের অবস্থা থেকে নিস্কৃতি পেতে আল্লাহ তা’আলার কাছে তওবা করে দুই রাকাত নফল নামাজ পড়ে আকুতি ভরে বৃষ্টির জন্য দোয়া করতে হয়। এই নামাজকে ইসতিসকার নামাজ বলে। আমরা বয়োবৃদ্ধ, হাজী, কৃষক, শিশু কিশোরসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ প্রখর রোদে এই নামাজে অংশগ্রহণ করেছি। তীব্র তাপাদাহ থেকে মুক্তি পেতে বেশি বেশি ইসতেগফার পাঠ ও দোয়া করুন।
এছাড়াও পুরুড়া মাদ্রাসার মোহতামিম মাওলানা নিজামুদ্দিন, সালথা মাদ্রাসার মোহতামিম মুফতি মফিজুর রহমান, ইউসুফদিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু সায়েম, মাওলানা মোঃ নেছারউদ্দিন, সাংবাদিক মজিবুর রহমান, কৃষক মোঃ বকুল মোল্যা সহ কয়েকশো মুসল্লি ও কৃষক ইসতিসকার নামাজে অংশগ্রহণ করেন।
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com