নড়াইলে ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির আওতায় তিন দিনব্যাপী মেলার উদ্বোধন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : এপ্রিল ২২, ২০২৪, ১১:১৯ অপরাহ্ণ /
নড়াইলে ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির আওতায় তিন দিনব্যাপী মেলার উদ্বোধন
নড়াইল জেলা প্রতিনিধি।
নড়াইলের কালিয়ায় উপজেলা কৃষি অফিসের আয়াজনে ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির আওতায় তিন দিনব্যাপী মেলা শুরু হয়েছে। ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযাজন প্রকল্পের আওতায় এ মেলার আয়োজন করা হয়। মঙ্গলবার (২৩ এপ্রিল) উপজেলা হল রুমে আলোচনা শেষে মৈলার শুভ উদ্বাধন করেন ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তি মেলার সভাপতি ও কালিয়ার ইউএনও রুনু সাহা।
উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃআবুল হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজলা কৃষিবিদ ইভা মল্লিক, প্যানেল মেয়র আসলাম ভূঁইয়া, ক্লাইমেট-স্মার্ট প্রকল্পের প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনির গর্বিত পিতা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ নজরুল ইসলামসহ প্রমূখ। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা হলরুমের আলোচনা শেষে একটি বর্নাঢ্য র‌্যালি মেলাস্থল কৃষি অফিস চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় মেলার বিভিন্ন ষ্টল ঘুরে দেখেন অতিথিরা।
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com