নাচোলে প্রাণিসম্পদ প্রদর্শনী ও সেবা সপ্তাহের উদ্বোধন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : এপ্রিল ১৬, ২০২৪, ৬:০৩ অপরাহ্ণ /
নাচোলে প্রাণিসম্পদ প্রদর্শনী ও সেবা সপ্তাহের উদ্বোধন
মোঃ আতাউর রহমান, নাচোল প্রতিনিধিঃ- চাঁপাইনবাবগঞ্জের নাচোলে “প্রণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ”-এ প্রতিপাদ্যকে উপজীব্য করে প্রণিসম্পদ প্রদর্শনী ও সেবা সপ্তাহ/২০২৪’র উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এ প্রদর্শনী ও সেবা সপ্তাহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে একযোগে ভিডিও প্রদর্শনীর মাধ্যমে উদ্বোধন করেন। গতকাল সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিতে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনী ও সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ভেটেরিনারি অফিসার ডাঃ মোঃ কবীর উদ্দীন আহম্মেদ, প্রাণি সম্পদ সম্প্রসারন কর্মকর্তা(এলডিডিপি) ডাঃ শামিমা নাসরিন, মনিটরিং অফিসার(এলডিডিপি) রাজশাহী মাহ্মুদুল হাসান ও ফিল্ড অফিসার নারায়ন বর্মনসহ নাচোল উপজেলা প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। প্রদর্শনী ও সেবা সপ্তাহ অনুষ্ঠানে ১৫টি স্টলে বিভিন্ন খামারী তাদের প্রাণিসম্পদের প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। পরে খামারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com