নাচোলে বাল্য বিবাহ প্রতিরোধে র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত 


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : এপ্রিল ২২, ২০২৪, ১১:২৩ অপরাহ্ণ /
নাচোলে বাল্য বিবাহ প্রতিরোধে র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত 
মোঃ আতাউর রহমান, নাচোল প্রতিনিধিঃ-
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বেসরকারী উন্নয়ন সহযোগি সংস্থা সিসিডিবি-সিপিআরপি’র আয়োজনে নারীর প্রতি সহিংসতা ও বাল্য বিবাহ প্রতিরোধে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় সিসিডিবির নেটওয়ার্ক কমিটির নাচোল অফিসের কর্মকর্তা-কর্মচারী ও সমাজ সংগঠকদের অংশগ্রহণে একটি র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিআরডিবি মিলনায়তনে মিলিত হয়। সিসিডিবির নেটওয়ার্ক কমিটির সভাপতি সেফালী বেগমের সভাপতিত্বে সিসিডিবির প্রোগ্রাম অফিসার সুদিপ মন্ডলের সঞ্চালনায় নারীর প্রতি সহিংসতা ও বাল্য বিবাহ প্রতিরোধে করনীয় শীর্ষক আলোচনায়সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতি মাহাতো, সমবায় কর্মকর্তা আনিসুর রহমান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দীন খান, সাংবাদিক এমএকে.জিলানী, সিসিডিবির ভারপ্রাপ্ত এরিয়া ম্যানেজার মায়া রানী দাস। এসময় সমাজ সংগঠক লাভলী, গিরিশ চন্দ্র, শুরেন ও সিসিডিবির সহায়তাপ্রাপ্ত সমিতির ৮০ জন সদস্য উপস্তিত ছিলেন।
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com