ভৈরবে দিনব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : এপ্রিল ১৬, ২০২৪, ৬:০৪ অপরাহ্ণ /
ভৈরবে দিনব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত
মোঃ নাঈম মিয়া,(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ
প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে কিশোরগঞ্জের ভৈরবে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় বৃহস্পতিবার (১৮ এপ্রিল) উপজেলা পরিষদ চত্বরে এ প্রদর্শনী উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রিদওয়ান আহমেদ রাফি।
এর আগে উপজেলা সম্মেলন কক্ষে  সহকারী কমিশনার (ভূমি) মোঃ রিদওয়ান আহমেদ রাফির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পৌর মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেণু। এছাড়াও বক্তব্য রাখেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান তরফদার, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম  প্রমূখ। আলোচনা সভা শেষে  ফিতা কেটে প্রদর্শণীর উদ্ধোধন  করেন অতিথিরা।পরে প্রদর্শণীর বিভিন্ন  ষ্টল পরিদর্শন করেন তারা। প্রদর্শণীতে খামারীরা নিজেদের খামারের গরু- ছাগল,দুম্বা,হাসঁ- মুরগী, কুকুর- বিড়ালসহ নানা জাতের  প্রাণী প্রদর্শণ করেন।
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com