শাহজাদপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৪ শুভ উদ্বোধন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : এপ্রিল ১৬, ২০২৪, ৫:৫৯ অপরাহ্ণ /
শাহজাদপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৪ শুভ উদ্বোধন
মোঃ সাহেব আলী,শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এর আয়োজনে, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় মাওলানা সাইফুদ্দীন এহিয়া  ডিগ্রি কলেজ মাঠে সারা দেশের ন্যায় বৃহস্পতিবার  সকাল ১১টায় প্রাণিসম্পদ প্রদর্শনীর ভার্চুয়াল শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরজ্জামান এর সভাপতিত্বে  বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান, সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ দপ্তর ইউপি পরিচালক কৃত্রিম প্রজনন ডাঃ তোফাজ্জল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা জেরিন আহমেদ, মাওলানা সাইফুদ্দিন এহিয়া কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মতিন, আদর্শ খামারি হাসিব খান তরুণ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিল্লাল হোসেন। উপস্থাপনায় ছিলেন উপজেলা এক্সটেনশন অফিসার ডাঃ সোনালী খাতুন। এ মেলায় উপজেলার বিভিন্ন খামার থেকে উন্নত জাতের গরু, ছাগল, হাস মুরগী সহ বিভিন্ন ওষুধ কোম্পানির পণ্য  মেলায় স্টল দিয়ে প্রদর্শন করেন।
বক্তারা বক্তব্য শেষে বিভিন্ন ইস্টল পরিদর্শন করে দেখেন এবং খামারিদের উৎসাহ যোগাতে উপজেলা পরিষদ থেকে বিভিন্ন ধরনের সহায়তার আশ্বাস দেন।
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com