পীরগঞ্জে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ 


মোঃ রতন মিয়া রংপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : আগস্ট ২৩, ২০২২, ১০:৩৭ অপরাহ্ণ / ০ Views
পীরগঞ্জে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ 
জ্বালানী ও ভোজ্য তেল , সার, চাল সহ পরিবহন খাতে মুল্য বৃদ্ধি ও ভোলার বর্বরোচিত হত্যা কান্ডের প্রতিবাদে সারা দেশ ব্যাপী  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) চলমান আন্দোলনের কর্মসুচীর অংশ হিসেবে রংপুরের পীরগঞ্জে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (২৩ আগষ্ট) পীরগঞ্জ উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয় চত্তরে রংপুর জেলা বিএনপি’র সদস্য মাহমুদ উন নবী পলাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম, বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক আফসার আলী, সদস্য সচীব আনিছুর রহমন লাকু, বিএনপি নেতা মোতাহারুল হক নিক্সন, জেলা বিএনপি’র সদস্য গোলাম রব্বানী, আখেরুজ্জামান রানা, মতিয়ার রহমান, হারুনার রশিদ, হাসানুল হক, আনোয়ার সাজ্জাদ, হাসানুজ্জামান রাহাত, নাজমুল হক , জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, রংপুর জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক শরীফ নেওয়াজ জোহা ।
 অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মোস্তাফিজার রহমান সেলিম, যুগ্ন সাধারন সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, সাংগাঠনিক সম্পাদক পেীর কমিশনার সাইফুল আজাদ, পীরগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি শহিদুল ইসলাম সেবু, সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক জাকির হোসেন, উপজেলা স্বেচ্ছা সেবক দলের সভাপতি মনোয়ার হোসেন মনু, যুবদলের আহবায়ক আনিছার রহমান আনিছ, ছাত্রদলের আহবায়ক মোস্তাফিজার রহমান মিলু সহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি’র সভাপতি ও সম্পাদক প্রমুখ ।
এদিকে এ বিক্ষোভ সমাবেশ উপলক্ষে দুপুরের পরপরেই বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মিরা মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হলে সভাস্থল পরিপুর্ণ হয়ে উঠে । অনেকে বৃষ্টি উপেক্ষা করে সভাস্থলের বাহিরে অবস্থান নেয় ।
সভায় বক্তারা দ্রব্য মুল্যের উর্ধগতি ও বিদ্যুতের অব্যহত লোড শেডিং এ উদ্বেগ প্রকাশ করে বলেন এ সরকার দেশ পরিচালনায় ব্যর্থ । তারা ক্ষমতায় টিকে থাকতে বিরোধী মতে নেতা কর্মিদের হত্যা ও মামলা দিয়ে ক্ষমতাকে কুক্ষিগত করার চেষ্টা করছেন । তাই আগামী নির্বাচন তত্বাবধায়ক সরকারের অধিনে করার দাবীতে তীব্র আন্দোলন গড়ে তোলার জন্য দলীয় নেতা কর্মীদের আহবান জানান ।
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com