বিএনপির নতুন কর্মসুচি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ৬, ২০২৩, ৪:৪৫ অপরাহ্ণ /
বিএনপির নতুন কর্মসুচি
সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারসহ এক দফা দাবিতে আগামী ৯ সেপ্টেম্বর শনিবার ঢাকায়  গণমিছিল করবে বিএনপি।
বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
একই দাবিতে ঢাকাসহ সারা দেশে কালো পতাকা গণমিছিল করেছে বিএনপি ও সমমনা দল এবং জোটগুলো।
সরকারের পদত্যাগের একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে শুক্রবার (২৫ আগস্ট) ঢাকায় ‘কালো পতাকা গণমিছিল’ করে বিএনপিসহ সমমনা জোটগুলো। এ ছাড়া পর দিন শনিবার (২৬ আগস্ট) ঢাকার বাইরে সব মহানগরে এই কালো পতাকা গণমিছিল করে তারা।
ঢাকায় মহানগর বিএনপির উদ্যোগে কালো পতাকার গণমিছিল হয় দুটি। একটি ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে শ্যামলী লিংক রোড থেকে মোহাম্মপুর বাস বাসস্ট্যান্ড এবং অন্যটি মহানগর দক্ষিণের উদ্যোগে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় থেকে দয়াগঞ্জ পর্যন্ত। দুই মহানগরের কর্মসূচিই বিকেল ৩টায় শুরু হয়।

মহানগর দক্ষিণের কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং উত্তরের কর্মসূচিতে স্থায়ী কমিটির আরেক সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রধান অতিথি ছিলেন।
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com