৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাষন আজ ‍পৃথিবীর অন্যতম সেরা ভাষন- মোংলায় সিটি মেয়র


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মার্চ ৫, ২০২১, ১০:৪৮ অপরাহ্ণ /
৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাষন আজ  ‍পৃথিবীর অন্যতম সেরা ভাষন- মোংলায় সিটি মেয়র

আলী আজীম, মোংলাঃ 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চের ভাষণের মাধ্যমে ঘুমন্ত বাঙ্গালী জাতিকে জাগিয়ে তোলেন। ভাষনের জাদুমন্ত্র উদ্দীপ্ত হয় বাঙ্গালী জাতি সেদিন স্বাধীনতার যুদ্ধে ঝাফিয়ে পড়ছিলো। জাতিসংঘের ইউনেস্কো বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষনকে ওয়ার্ল্ড হরিটজ ডকুমেন্টারি হিসেবে ঘোষণা করেছে। ৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাষন আজ পথিবীর অন্যতম সেরা ভাষনের স্বীকৃতি পেয়েছে। শুক্রবার(৫মার্চ)বিকেল মোংলার দিগরাজ সুপার মার্কেট চত্বরে বুড়িরডাঙ্গা  ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি কর্পোরেশন মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক একথা বলেন।
শুক্রবার বিকাল ৪টায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন বুড়িরডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগর সভাপতি অর্ধেন্দু শেখর বিশ্বাস। সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাগেরহাট জেলা আ্ওয়ামীলীগর সহ-সভাপতি সাবেক রামপাল উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোল্লা আব্দুর রউফ, উপজেলা আওয়ামীলীগর সভাপতি অধ্যক্ষ সুনীল কুমার বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, উপজেলা আওয়ামীলীগর সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন ও পৌর আওয়ামীলীগর সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম।
বুড়িরডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্যামল কুমার দেওয়ান এর সঞ্চালনায় কর্মী সমাবেশে আরও উপস্থিত ছিলেন দিগরাজ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তুষার গাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নিখিল চন্দ্র রায়, ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ তারিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোঃ ইস্রাফিল হোসেন হাওলাদার,পৌর কাউন্সিলর মোঃ শফিকুর রহমান,মহিলা কাউন্সিলর শিউলি আকন,জোহরা বেগম,আওয়ামীলীগ নেতা উৎপল মন্ডল, তরফদার মুত্তালিব মুক্ত, পীযুষ কান্তি মজুমদার, উদয় শংকর বিশ্বাস প্রমূখ। কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক আরো বলেন এক সময় আমাদের দেশকে তলাবিহীন ঝুড়ি বলে যারা সমালোচনা করছে এখন বাংলাদেশ তাদের কাছে উন্নয়নের রোল মডেলের উদাহারণ। করোনাকালে অনেক বড় বড় দেশ খাদ্য সরবরাহ করতে পারেনি। সেখানে বাংলাদেশ খাদ্যের অভাবে কেউ মারা গেছে এমনটি শোনা যায়নি। ২০২০ সালের ১৮ মার্চ থেকে প্রতি সপ্তাহ খাদ্য সামগ্রী সরবরাহ করা হয়েছে। এটি কেবল প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সম্ভব। ১৯৯৬ সালে ক্ষমতায় এসে শেখ হাসিনা সাড়ে তিনশো একর জমির উপর মোংলায় ইপিজেড করছিলেন। বিএনপি ক্ষমতায় এসে ইপিজেড বন্ধ করে দিয়েছিলো। এখন ইপিজেডে ৫ হাজার নারী কাজ করে। এটা কেবলমাত্র শেখ হাসিনা এবং আওয়ামীলীগর পক্ষেই সম্ভব।
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com