রাজধানীর দোকানগুলোতে সব ধরনের সবজির কিছুটা দাম কমেলেও তবে মুরগির বাজারে এখন বিরাজ করছে অস্বস্তি। কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত দাম বেড়ে সব ধরনের মুরগি বিক্রি হচ্ছে বাড়তি দামে।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীর পাইকারি ও খুচরাবাজার কারওয়ান বাজার ঘুরে বাজার দরের এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে মাছের বাজার ঘুরে দেখা গেছে, দেশি পুঁটি ৫০০- ৬০০ টাকা, মাঝারি আকারের চিংড়ি ৮০০ টাকা, পাপদা ৪০০ টাকা, রুই আকারভেদে ২৫০ থেকে ৪০০ টাকা, দেশি কই ৭০০ টাকা, চাষের কই ২৫০ টাকা, শিং ৪০০-৪৫০ টাকা, সরপুঁটি ২৫০ টাকা, মলা ৪০০ টাকা, টেংরা ৬০০ টাকা, কাতল আকারভেদে ৪০০ থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মুরগির বাজার ঘুরে দেখা গেছে, কেজি প্রতি ২০ থেকে ২৫ টাকা দাম বেড়েছে সব ধরনের মুরগির। ব্রয়লার ২০০-২১০, লেয়ার ২৯০-৩০০, সোনালি ৩০০ হাইব্রিড ২৮০, দেশি ৫৫০-৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মুরগির দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে বিক্রেতা বলেন, দাম বাড়ার কারণ বলতে পারি না। আমাদের পাইকারি বেশি দামে কিনতে হচ্ছে। তারপর আবার দোকান পর্যন্ত নিয়ে আসতে কত ধরনের খরচ আছে। বেশি দামেই কিনতে হচ্ছে আমাদের। তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
ডিমের বাজার ঘুরে দেখা গেছে, সাদা ডিম হালি ৪৬, ডজন ১৪০ টাকা, লাল ডিম হালি ৪৬, ডজন ১৪০ এবং হাঁসের ডিম হালি ৭৫ টাকা, ডজন ২২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
আপনার মতামত লিখুন :