দূর হতে দেখবো
গোপনে লুকিয়ে রাখবো ।
তোমার হাসি মেখে হৃদয়ে
তোমায় একটি ফলক দেখে ।
তোমার গন্ধ গায়ে মেখে
তোমার শহরে ঘুরে ।
আমি সুখ খুজবো জীবনে
তোমার হাতের ছোয়াতে।
তোমার কথার মালা
এ বুকে দেয় নাড়া।
হৃদয়ের বাগিচায় –
ফুলের মেলা
তুমি যে আমার ভিশন
প্রিয় প্রিয়তমা ।।।।।।।।।ò
আপনার মতামত লিখুন :