জামিনে মুক্ত নায়িকা নুসরাত ফারিয়া


dailymukti24 প্রকাশের সময় : মে ২০, ২০২৫, ১০:০৮ অপরাহ্ন /
জামিনে মুক্ত নায়িকা নুসরাত ফারিয়া

জাওয়াদ  ঢাকা প্রতিনিধি-
কোন মামলায় এবং কেন গ্রেফতার হয়েছিলেন—এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া আজ সকালে আদালত থেকে জামিন পেয়েছেন। নির্ধারিত সময় অনুযায়ী তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

শুনানিকালে তার আইনজীবী বলেন, “নুসরাত ফারিয়া একজন সম্মানিত অভিনয়শিল্পী এবং সমাজে সুপ্রতিষ্ঠিত। তিনি আদালতে যথাযথ আইনি প্রক্রিয়ায় সাড়া দেবেন।” উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত তার জামিন মঞ্জুর করেন।

জামিনের সময় আদালত প্রাঙ্গণে নুসরাত ফারিয়ার ভক্ত ও গণমাধ্যমকর্মীদের ভিড় দেখা যায়। আদালত থেকে বের হয়ে ফারিয়া সাংবাদিকদের বলেন, “আমি আইন ও বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল। সত্যের জয় হবেই।”

তবে মামলার বিস্তারিত অভিযোগ সম্পর্কে আদালত বা আইনজীবীরা কিছু জানাননি। জানা গেছে, তার বিরুদ্ধে একটি অভিযোগ সম্প্রতি দায়ের হয়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়। মামলার পরবর্তী শুনানির তারিখ পরে জানানো হবে বলে আদালত সূত্রে জানা গেছে।