কালীগঞ্জে পুষ্টি সপ্তাহের সমাপ্তি ও পুরস্কার বিতরণ


dailymukti24 প্রকাশের সময় : জুন ২, ২০২৫, ৭:৩৩ পূর্বাহ্ন /
কালীগঞ্জে পুষ্টি সপ্তাহের সমাপ্তি ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি, কালীগঞ্জ (লালমনিরহাট)

জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উপলক্ষে লালমনিরহাটের কালীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ২ জুন (সোমবার) সকাল ১১টায় উপজেলার পরিষদ হলরুমে  আয়োজন করে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, বাস্তবায়ন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা এবং সঞ্চালনায় ছিলেন ডা. সালেহ উদ্দিন সাবু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী রাজিব মো. নাসের, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেহেনা রশিদ, সাংবাদিক মো. জাকারিয়া নবী, কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তিতাস আলম, কালীগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি নূর আলমগীর অনু, আল আমিন বাবু প্রমুখ।

এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, স্বাস্থ্যকর্মী এবং সচেতন নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন। পুষ্টির গুরুত্ব তুলে ধরতে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় পোস্টার প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা।

বক্তারা বলেন, “পুষ্টি শুধু শরীর গঠনের বিষয় নয়, এটি একটি জাতির সুস্বাস্থ্য নিশ্চিত করার মৌলিক শর্ত। সচেতনতা গড়ে তুলতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে একযোগে কাজ করতে হবে।”

সমাপনী বক্তব্যে ইউএনও জাকিয়া সুলতানা সকলকে পুষ্টিনির্ভর খাদ্যাভ্যাস গড়ে তোলার আহ্বান জানান এবং স্বাস্থ্যসচেতন সমাজ গঠনে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।