গফরগাঁও মাজারে অসুস্থ অবস্থায় নাট্যকার সমু চৌধুরী


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-০৬-১২, ৯:৩৩ PM / ৯৬
গফরগাঁও মাজারে অসুস্থ অবস্থায় নাট্যকার সমু চৌধুরী

মোঃ জাওয়াদ, ঢাকা
বাংলাদেশের নাট্য ও চলচ্চিত্র জগতের প্রখ্যাত ব্যক্তিত্ব, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা সমু চৌধুরী বর্তমানে গুরুতর অসুস্থ ও মানসিক ভারসাম্যহীন অবস্থায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মুখী শাহ্ মিসকিন মাজার প্রাঙ্গণে পাওয়া গেছেন। বৃহস্পতিবার (১২ জুন) সকালে স্থানীয়রা তাঁকে ঐতিহ্যবাহী গাব গাছের নিচে শুয়ে থাকতে দেখেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সমু চৌধুরীর শারীরিক ও মানসিক অবস্থা অত্যন্ত করুণ। তাঁর পরনে ছিল মলিন পোশাক এবং মুখে ছিল ক্লান্তি ও বিভ্রান্তির ছাপ। দীর্ঘসময় তাঁকে অস্বাভাবিক আচরণ করতে দেখা গেছে, যা দেখে বোঝা যায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত।

স্থানীয়রা আরও জানান, এখনো পর্যন্ত তাঁর কোনো আত্মীয়স্বজন বা পরিচিতজন এসে খোঁজ নেননি। বিষয়টি এলাকায় চরম উদ্বেগের সৃষ্টি করেছে। মাজার কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর হস্তক্ষেপ কামনা করেছেন।

প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর আলম বলেন, “আমরা প্রথমে চিনতেই পারিনি। পরে কেউ একজন তাঁর নাম বললে গুগলে খুঁজি—দেখি আসলেই তিনি বিখ্যাত নাট্যকার সমু চৌধুরী। তাঁর এখন চিকিৎসা ও পরিবারের কাছে ফেরানো খুব দরকার।”

গফরগাঁওবাসী ও সচেতন মহল সমু চৌধুরীর পরিবার ও ঘনিষ্ঠদের দ্রুত তাঁর খোঁজ নিতে আহ্বান জানিয়েছেন। একইসাথে, তাঁর চিকিৎসা, মানসিক পুনর্বাসন এবং নিরাপদ প্রত্যাবর্তনের জন্য সমাজের দায়িত্বশীল সবার সহযোগিতা কামনা করা হয়েছে।