নাগেশ্বরীতে বাণিজ্যমেলা বন্ধের দাবি


dailymukti24 প্রকাশের সময় : জুন ১৫, ২০২৫, ১২:২৭ অপরাহ্ন /
নাগেশ্বরীতে বাণিজ্যমেলা বন্ধের দাবি

আশিকুর রহমান , নাকেশ্বরী, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ডি.এম একাডেমি ফুটবল মাঠে আয়োজিত বাণিজ্যমেলা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন ক্রীড়ামোদী ও সচেতন এলাকাবাসী। রোববার (১৫ জুন ২০২৫) সকাল ১১টায় কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কের উপজেলা গেইটসংলগ্ন এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি করেন, খেলার মাঠে বাণিজ্যমেলার আয়োজন করে কিশোর ও তরুণদের খেলাধুলা থেকে দূরে ঠেলে দেওয়া হচ্ছে। এতে করে তারা মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঝুঁকিতে পড়ছে বলে আশঙ্কা প্রকাশ করেন বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন:
উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আখেরুজ্জামান, সাবেক ফুটবলার ও সংগঠক আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন লিটন, ফুটবল ফেডারেশনের রেফারি শফিকুল ইসলাম এরশাদ, ক্রিকেটার মোবাশ্বের হোসেন ও ওসামা বিন হোসেন, সাবেক ক্রিকেটার আতাউর রহমান আতা, ফুটবলার নুর হোসেন ও এরশাদ হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, “ডি.এম. একাডেমি মাঠ আমাদের সন্তানদের স্বপ্ন গড়ার জায়গা। বাণিজ্যমেলা করে সেটা ধ্বংস করা যাবে না। প্রয়োজনে আন্দোলনে নামব।”

তারা আরও জানান, বর্তমানে উপজেলার ক্ষুদ্র ব্যবসায়ীরা মন্দাবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন। অথচ একটি স্বার্থান্বেষী মহল নিজেদের লাভের জন্য পুরো এলাকার অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে এমন মেলার আয়োজন করছে।

মানববন্ধন শেষে নাগরিক প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি প্রদান করে মাঠে মেলার আয়োজন বন্ধের জোর দাবি জানান।