নিজস্ব প্রতিনিধি,
কুমিল্লার মুরাদনগর উপজেলার এক নারীর উপর সংঘটিত ধর্ষণ ও সেই ঘটনার ভিডিও ধারণের নৃশংস ঘটনাকে কেন্দ্র করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এক তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। শনিবার (২৯ জুন ২০২৫) জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির পক্ষ থেকে এক বিবৃতিতে ধর্ষক ও ভিডিওগ্রহণকারীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানানো হয়।
জাসদ অভিযোগ করে বলেছে,“মব সন্ত্রাসী, গ্যাং সন্ত্রাসী ও ধর্মান্ধ জঙ্গিবাদীরা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিচারহীনতা পাচ্ছে, যা সমাজে নারীর প্রতি সহিংসতা বাড়িয়ে তুলেছে।
বিবৃতিতে আরও বলা হয়,“নারীকে নির্যাতন, ধর্ষণ এবং অপরাধের শিকার নারীকেই অভিযুক্ত করার সংস্কৃতি এখন একটি সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। রাজনৈতিক ক্ষমতাধর ব্যক্তিদের দখলদার মনোভাব এবং আইনের শাসনের অভাব নারীর উপর অবদমন ও সহিংসতার পথ সুগম করেছে।”
জাসদ মনে করে, রাষ্ট্রকে অবৈধ দখলদারদের হাত থেকে মুক্ত করা, গ্যাং-সন্ত্রাস ও ধর্মান্ধ উগ্রবাদের অবসানের মধ্য দিয়েই দেশে আইনের শাসন ও নারীর প্রতি সহিংসতা বন্ধ সম্ভব।
আপনার মতামত লিখুন :