সাবেক এমপি বিপ্লব ৭ দিনের রিমান্ডে


dailymukti24 প্রকাশের সময় : জুলাই ১, ২০২৫, ৭:১৫ অপরাহ্ন /
সাবেক এমপি বিপ্লব ৭ দিনের রিমান্ডে

মো: খায়ের রাঢ়ি, মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে সজল হত্যাকাণ্ডের মামলায় সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লবের জামিন আবেদন নামঞ্জুর করে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় বিপ্লবকে কড়া নিরাপত্তায় মুন্সিগঞ্জ আদালতে হাজির করা হয়।

এ সময় মামলার তদন্ত কর্মকর্তা তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে মুন্সিগঞ্জের ১ নম্বর আমলী আদালতের বিচারক আশিকুর রহমান ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। জামিন ও রিমান্ড শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট শাহিন মো. আমানুল্লাহ এবং অ্যাডভোকেট হাসান মৃধা। রাষ্ট্রপক্ষে যুক্তি তুলে ধরেন পিপি অ্যাডভোকেট আব্দুল হালিম ও এপিপি নুর হোসেন, কোর্ট ইন্সপেক্টরসহ। প্রায় ২০ মিনিট ধরে চলে শুনানি।

আদালত প্রাঙ্গণ ও আশপাশে ছিল সেনাবাহিনী ও পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা।

অন্যদিকে, আদালতের সামনে ফয়সাল বিপ্লবের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে ছাত্রদল, যুবদল ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা। তারা ২০২৪ সালের ৪ আগস্ট মুন্সিগঞ্জে সংঘটিত সহিংসতার জন্য তাকে দায়ী করেন। সেই সহিংসতায় তিনজন নিহত হন বলে জানা গেছে।

বিক্ষোভকারীরা বলেন, সাধারণত সকাল ১০টার আগে আদালতের কার্যক্রম শুরু হয় না। তাই বিপ্লবকে সকাল সাড়ে ৮টায় আদালতে হাজির করা নিয়েও প্রশ্ন ওঠে।

প্রসঙ্গত, গত ২২ জুন রাতে রাজধানীর মনিপুরীপাড়া থেকে সাবেক এমপি ফয়সাল বিপ্লবকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরদিন তাকে ঢাকার আদালতে এবং ৩০ জুন মুন্সিগঞ্জ কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে তিনটি হত্যা মামলা এবং দুটি হত্যাচেষ্টার মামলা রয়েছে।