

প্রযুক্তি ডেস্ক, দৈনিক মুক্তি
বাংলাদেশের বাজারে এআই-সক্ষম “পার্টি ফোন” নিয়ে আসছে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। বহুল প্রতীক্ষিত রিয়েলমি ১৫ সিরিজ আগামী ১২ অক্টোবর উন্মোচিত হতে যাচ্ছে তিনটি ভার্সনে—রিয়েলমি ১৫, রিয়েলমি ১৫ প্রো ও রিয়েলমি ১৫টি।
নতুন এই সিরিজে যুক্ত হয়েছে ভয়েস-নির্ভর এআই এডিট টুল, যার মাধ্যমে ব্যবহারকারীরা শুধুমাত্র ভয়েস কমান্ডের সাহায্যে ছবি ও ভিডিও সম্পাদনা করতে পারবেন। এছাড়া এতে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, ৪কে ভিডিও রেকর্ডিং এবং প্রো ভার্সনে ৬০ ফ্রেম পার সেকেন্ডে সিনেমাটিক ভিজ্যুয়াল অভিজ্ঞতা।
রিয়েলমি ১৫ সিরিজে ব্যবহৃত হয়েছে ৬.৭৭ ইঞ্চি ১৪৪ হার্জ অ্যামোলেড ডিসপ্লে ও ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। দ্রুত চার্জের জন্য রয়েছে ৮০ ওয়াট সুপার-ফাস্ট চার্জিং সুবিধা।
প্রি-বুকিং শুরু হবে ১২ অক্টোবর এবং চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। রিয়েলমির পক্ষ থেকে জানানো হয়, এটি শুধু একটি স্মার্টফোন নয়, বরং তরুণদের প্রযুক্তি ও স্টাইলের সমন্বয়ে গড়া এক নতুন প্রজন্মের লাইফস্টাইল স্টেটমেন্ট।
আপনার মতামত লিখুন :