ছাতক উপজেলা পরিষদের নির্বাচন ২৯ মে মাঠ চষে বেড়াচ্ছেন ২৪ প্রার্থী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : এপ্রিল ১৯, ২০২৪, ৬:৫৬ অপরাহ্ণ /
ছাতক উপজেলা পরিষদের নির্বাচন ২৯ মে মাঠ চষে বেড়াচ্ছেন ২৪ প্রার্থী
সেলিম মাহবুব,সিলেট:
ছাতক উপজেলা পরিষদের নির্বাচন আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে। দেশে তৃতীয় ধাপের নির্বাচনে সময় সুচি ঘোষণা করেছেন ইসি। গত ১৮ এপ্রিল সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও ছাতক উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সমর কুমার পাল এক বিজ্ঞপ্তিতে ছাতক উপজেলা পরিষদ নির্বাচনের সময় সুচি ঘোষণা করেছেন। নির্বাচনী তপশীল অনুযায়ী এ উপজেলা পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৯ মে। মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় ২ মে। সকল প্রার্থী কে অনলাইনের মাধ্যমে রিটার্নিং কর্মকর্তা বরাবরে মনোনয়ন পত্র দাখিল করিতে হবে। ৫ মে মনোনয়ন পত্র যাচাই- বাচাই করা হবে রির্টানিং  কর্মকর্তার কার্যালয়ে। ৬- ৮ মে পর্যন্ত মনোনয়ন পত্র বাতিলের বা ত্রুটির বিরুদ্ধে আপীল করতে পারবেন প্রার্থীরা। ৯- ১১ মে পর্যন্ত সকল আপীল শুনানি শেষে নিষ্পত্তি করা হবে। ১২ মে মনোনয়ন পত্র প্রত্যাহার করতে পারবেন। ১৩ মে প্রার্থীদের অনুকুলে প্রতিক বরাদ্ধ দেবেন জেলা রিটার্নিং কর্মকর্তা। ২৯ মে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষে ইতি মধ্যে চেয়ারম্যান পদে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, সাবেক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন মিয়া, আওলাদ আলী রেজা, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম কিরণ, মাহমুদ আলী ও আমজাদ আলী। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে প্রচারনায় রয়েছেন, আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন, কৃষক লীগ নেতা আব্দুল জব্বার খোকন, কাজী মাওলানা আব্দুস সামাদ ,বাবুল রায়, আব্দুল গাফফার, আতাউল সানি, ইজাজুল হক রনি, মাহবুবুর রহমান রুয়েল, শিপলু আহমেদ, মুজিবুর রহমান, রুকন আহমদ, আব্দুল্লাহ আল মামুন ও সেবুল আহমেদ।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রচার প্রচারণায়  রয়েছেন,বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লিপি বেগম, সেলিনা পারভীন মুক্তা ও স্বপ্না রানী সিনহা।।##
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com