নড়াইল ও কালিগঞ্জ থানার অভিযানে ভুয়া মেজর  আটক


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : এপ্রিল ২১, ২০২৪, ৯:১৯ অপরাহ্ণ /
নড়াইল ও কালিগঞ্জ থানার অভিযানে ভুয়া মেজর  আটক
নড়াইল জেলা প্রতিনিধি।
নড়াইল সদর থানা পুলিশ ও ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশের অভিযানে  কবির হোসেন (৩৫) নামের এক ভুয়া মেজরকে আটক করা হয়েছে। কবির হোসেন উপজেলার ছোট-ঘিঘাটি গ্রামের শাহাজান বিশ্বাসের ছেলে। নড়াইল সদর থানা পুলিশের সহায়তায় গত শুক্রবার (১৯ এপ্রিল) রাতে তাকে আটক করে থানায় নিয়ে আসে। সে মেজর, র‌্যাব, ডিবি পুলিশ, চাকরিদাতাসহ বিভিন্ন পরিচয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল।
কালীগঞ্জ থানার এসআই প্রকাশ রায় জানান, আটক কবির একজর বড় মাপের প্রতারক। সে অধিকাংশ সময় নিজেকে সেনা বাহিনীর মেজর পরিচয় দিয়ে থাকে। সে কালীগঞ্জ থানার একটি প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। গত শুক্রবার রাতে নড়াইল সদর থানা পুলিশের সহায়তায় তাকে আটক করে নিয়ে আসা হয়। শনিবার (২০ এপ্রিল) সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বর্তমানে তার নামে বিভিন্ন থানায় ৫টি প্রতারণা মামলা রয়েছে বলেও জানান তিনি।
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com