সালথায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : এপ্রিল ১২, ২০২৪, ১০:০৪ পূর্বাহ্ণ /
সালথায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ
আ‌রিফুল ইসলাম, সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধিঃ
বাংলা নতুন বছর-১৪৩১ উদযাপন উপল‌ক্ষ্যে ফ‌রিদপু‌রের সালথায় বর্ণাঢ‌্য মঙ্গল শোভাযাত্রা বের করা হ‌য়ে‌ছে। উপ‌জেলা প্রশাসন সালথা এর আ‌য়োজ‌নে রবিবার (১৪ এ‌প্রিল) বেলা ১০টার দি‌কে‌ বাংলা স‌নের প্রথম দিন প‌হেলা বৈশাখে শুরু হওয়া শোভাযাত্রা‌টি উপ‌জেলা চত্ত্বর থে‌কে বের হ‌য়ে উপ‌জেলা সদ‌রের প্রধান প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে উপ‌জেলা চত্ত্ব‌রে এসে শেষ হয়। যুগ যুগ ধ‌রে প্রব‌র্তিত মঙ্গল শোভাযাত্রায় সমা‌জের নানা শ্রেনি পেশার মানুষ অংশগ্রহন ক‌রে।
এছাড়াও উপ‌জেলার বি‌ভিন্ন সরকারি-‌বেসরকা‌রি, সামা‌জিক ও রাজ‌নৈ‌তিক প্রতিষ্ঠা‌নের পক্ষ থে‌কে বাংলা নববর্ষ‌কে বরণ করা হয়। এই উপল‌ক্ষে তারা বি‌ভিন্ন অনুষ্ঠা‌নের আ‌য়োজন ক‌রে। বাংলা নববর্ষ উপল‌ক্ষে আগত সবাই নতুন বছ‌রের শু‌ভেচ্ছা বি‌নিময় ক‌রেন। মঙ্গল শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরপর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়।
উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোঃ আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান পিপিএম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় চাকী, উপ‌জেলা আওয়ামীলী‌গের সাধারণ সম্পাদক ফারুকুজ্জান ফ‌কির মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের মিয়া, সাংবাদিক আবু নাছের হোসাইন, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদ হাসান এমিলি প্রমূখ।
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com