বেরোবিতে ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : এপ্রিল ২৬, ২০২৪, ৬:০৯ পূর্বাহ্ণ /
বেরোবিতে ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
মোঃ সোলাইমান, বেরোবি প্রতিনিধি
 বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) শ্রেণির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।
আজ, শনিবার (২৭ এপ্রিল)  ১২ টায় হতে দুপুর ১ টা পর্যন্ত বেরোবি ও রংপুরের সাতটি উপকেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বেরোবি সহ সাতটি উপকেন্দ্রে ‘এ’ ইউনিটের ১৬ হাজার ২২৮ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১৪ হাজার ৯৯৭ জন। পরীক্ষায় উপস্থিতির হার ৯২.৪১ শতাংশ।
তীব্র গরম ও তাপদাহের কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিশ্ববিদ্যালয়ের এক নং গেইটের উত্তর দিকে নিরাপদে বসা ও সুপেয় পানির ব্যবস্থা করেছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগসহ অনেক সংগঠন থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য সহায়তায় জন্য বুথ বসানো হয়।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও পুলিশ প্রশাসনের সহায়তায় পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কেন্দ্রে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।
উল্লেখ্য, আগামী ০৩ মে শুক্রবার ‘খ’ ইউনিট ও ১০ মে শুক্রবার ‘গ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com