একুশই স্বাধীনতা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২০, ২০২১, ১১:১৮ অপরাহ্ণ / ০ Views
একুশই স্বাধীনতা
একুশই স্বাধীনতা
সৈয়দ মুন্তাছির রিমন
আমি একুশ দেখি
সন্ধা তারায় ঝল-মল
জনসমুদ্রে  সভাস্থল, কানায় কানায় ঠাসা তরুণ-তরুণী দল
আবেগে ভাষার আনন্দ উল্লাসে মিছিল,
ফুলে ফুলে ছেয়ে গেছে
শহীদ মিনারের চারপাশ ।
আমি একুশ দেখি
মাহবুব আলমের কবিতায়
”কাঁদতে আসিনী,ফাঁসির দাবি
নিয়ে এসেছি” রচনায়।
আব্দুল গাফ্ফারের অমর সংগীত
”আমার ভাইয়ের রক্তে রাঙানো”
গানের প্রতিটি সীমানায়।
জাতিসংঘে বঙ্গবন্ধুর কালজয়ী
বাংলা ভাষায় ভাষণের তীরে।
আমি একুশ দেখি
টিভি সেটে খোলাকাশে প্রদর্শনে
রাষ্ট্র ভাষা বাংলা চাই,
মানতে হবপ বাংলা চাই।
নব প্রজন্মরা দৃষ্টিময় চিত্তে দর্শন
আবেগে আত্বহারায় চােখে জ্বল,
মনে প্রাণে প্রতিজ্ঞায় অবিচল।
আমি একুশ দেখি
ছোট্ট খুকির মূখে রং চিত্র
মায়ের আচল ধরে হেটে চলা,
একুশের বাগানে বইয়ের তালাশ
অর্থের অভাবে হয়নী কেনা রচনা
তবুও অবুঝে নিরাশায় ছুটে বাড়ী ।
আমি একুশ দেখি
ধর্ম-বর্ণ সব মিলে মিশে একাকার
হিংস্রার দেয়াল জাগে নবরুপে,
বাঙালীর মাঝে-বাংলার তরে
এই একুশই যৌবনের তীলত্তমা,
আজ ভাষাই মোর স্বাধীনতা ।
লেখক: সাংবাদিক ও কলামিস্ট-ফ্রান্স
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com