কবিতা – জয়ী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১৫, ২০২৪, ১০:৪৪ অপরাহ্ণ /
কবিতা – জয়ী

জয়ী,

লাগেজে সাজানো স্বপ্ন গুলো
নেশার ধোঁয়াতে বুদ হয়ে
আয়োডিনের সাথে মিশে যেতে চায়
রক্তের গন্ধ।।
কার্পণ্যতা ছিলো না কখনো
সম্মোহনী ধারায় নিশিযাপন এর একাত্মতা।।
আজ যেন অনেক দেরীতে সুর্যাস্ত দেখতে হলো,
আলো আঁধারের সন্ধিক্ষণে
কালো মেঘেরা ভর করেছে বৈশাখী ঝড়ের
প্রস্তুতি মুলক আয়োজনে।।
মৃত্যুর সন্ধিক্ষণে পিনপতন নীরবতা
আমায় বলে দেয়নি এ যাত্রার
গতিরোধক আরও সুস্পষ্ট,
একাকার হবার অপ্রতিরোধ্য বাসনা পূর্ণ
হবার আগেই জানা গেলো
শবদেহের সৎকার নিতান্তই জরুরি।।
বৃথা আয়োজন বৃথা চেষ্টার অপমৃত্যু
এভাবে ভাবিয়ে তোলে –
বারবার ব্যর্থতার দায়ভারে ন্যুজ আমি
হয়ত একদিন ভোরের আলোয়
সব পেলেও
সময় পাবনা নিজেকে আগলে রাখবার।।

দেবদাস রায় বাবুল
তুষভান্ডার

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com