কবিতা- পণ্যমূল্যে অনল


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১৬, ২০২৪, ১০:৩১ অপরাহ্ণ /
কবিতা- পণ্যমূল্যে অনল

পণ্যমূল্যে অনল

শাহিন আলম শেখ
কোথাও কেউ নেই,
  চারদিকে হাহাকার।
নিত্যপণ্যের মূল্যে অনল,
গরীবের আহাজার।
মাছে ভাতে বাঙালি,
ছিল পূর্বপুরুষ,
এখন আলু, সবজির দাম শুনেই
আমজনতা বেহুশ।
মাছ, মাংস না-ই খেলাম
ডিম তো ছিল পাতে,
এখন মুরগির কেজিও দুশো বাহে
ডিম হালি ষাটে।
শ্রমিকের আর্তনাদ
বাচাও মোদের প্রভু,
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি,
বেতন বাড়ে না কভু।
কৃষক,শ্রমিক, দিনমজুর
মরছে ধুকে ধুকে,
শুধু সার্থান্বেষী উচ্চবিত্তরাই
আছে অনেক সুখে।
কবি: শাহিন আলম শেখ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।
উপজেলা: কালীগঞ্জ
জেলা: লালমনিরহাট
মোবাইল: 01793745110
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com