কবিতায় দেশরত্ন শেখ হাসিনা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : এপ্রিল ২৩, ২০২২, ২:২০ অপরাহ্ণ /
কবিতায় দেশরত্ন শেখ হাসিনা

দেশরত্ন শেখ হাসিনা

 লেখক প্রতিবন্ধী কবি মোঃ শাহিনুর রহমান

 শেখ হাসিনার উপহার,

 গরিব দুঃখীর পাকার ঘর।

 গরিবের দোয়া বারবার

বাংলাদেশ আওয়ামী লীগ সরকার।

যেখানে থাকবে খাস জমি,

 সেখানেই হবে গরিবের বাসভূমি।

 রক্তের বিনিময়ে পেয়েছি স্বাধীনতা

থাকবে না কোনো ভূমিহীন।

উন্নয়নের জন্য কাঙ্গালি, 

বাচঁবে কোটি বাঙালি।

 প্রধানমন্ত্রীর   অঙ্গীকার

 গরীব দুঃস্থ অসহায়দের পাশে আছে সরকার।

 ধন্য পিতার ধন্য সন্তান,

পাশে মোদের সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান। 

তার হৃদয় অনেক মহান

 সবখানেই দিয়েছেন গরীব কে সম্মান।

স্বাধীনতার শ্রেষ্ঠ নেতা

 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

৭ কোটি মানুষের সাড়ে সাত কোটি কম্বল

 স্বহৃদয়ে করেছিলেন দান।

তার আদর্শে চলবো মোরা 

সারাটি জীবন ভর,

হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান

 মিলিয়ে দেশে থাকবে পরস্পর।

আমি একজন প্রতিবন্ধী কবি

 নাম শাহিনুর রহমান

 আমার কবিতা বাংলাদেশ 

আপনাদের মাঝে থাকবে বহমান।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com