কবিতা- “সাংবাদিকতা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২০, ২০২১, ২:৫০ পূর্বাহ্ণ / ০ Views
কবিতা- “সাংবাদিকতা
“সাংবাদিকতা”
–লেখক সাব্বির হোসেন।

সাংবাদিকতা মহান পেশা
কাজটি অনেক কঠিন।
সাংবাদিকরা ঝুঁকি নিয়ে
করে নিউজ প্রতিদিন।
দিন নাই রাত নাই
খবরের খোঁজে ছোটে।
খাওয়া নাই ঘুম নাই
সত্যের পিছে ছোটে।
যতই আসুক বাধা বিপত্তি
পরোয়া করে না কাউকে।
যতই আসুক হুমকি ধামকি
ভয় করে না কাউকে।
সাংবাদিকতা মহৎ পেশা
মুখে বলা সহজ।
সাংবাদিকতা করতে গেলে
বুকে লাগে সাহস।
সাংবাদিকরা কলম সৈনিক
এক ধরনের যোদ্ধা।
সত্য খবর তুলতে গিয়ে
অনেকে গেছে মারা।
তবুও তারা হাল ছাড়ে না
সত্য নিউজ করতে।
সাংবাদিকদের নাই যে বেতন
নাই যে কোনো ভাতা।
তবুও তারা কাজ করে যায়
দেশকে ভালোবেসে।
অপরাধের তথ্য সংগ্রহে
জীবন রাখে বাজি।
সত্য সংবাদ তুলে ধরতে
জীবনের থাকে ঝুঁকি।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com