সোনা ভাই,


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : এপ্রিল ২১, ২০২১, ২:২৩ পূর্বাহ্ণ /
সোনা ভাই,
আমার সোনা ভাই,
তার মত কেউ নাই,
তুইতো গেলি চলে,
কিচ্ছুটি  না বলে,
এক পৃথিবী বিক্রি হলেও
তুর মতো না মিলে,
 দুঃখ বুকে শত,
মন হল আহত,
 যানিস কি তুই?
 তোর ই শোকে সবাই শোকাহত,
ভাইয়া রে তুই ছিলি
মোদের এক আকাশের সুরাজ্য,
তুর বিহনে মোদের জীবন মূল্যহীন  কদর্য্য
বুকটা  ভেঙ্গে হাহাকরে,
তোর কথা যে মনে পরে,
কত্ত ভালোবাসি তুরে,
 বুজতে যে তুই পারলি নারে,
  তুই যে ছিলি আলো,
 হঠাৎ নিভে এই পৃথিবী,
 করলি কেনো কালো,
 দেখছে সবাই ঠিক মত সব চলছে মোদেরজীবন,
দেখবেনা কেউ তুর ই ব্যথায়  হৃদয় রক্ত ক্ষরণ,
তুই যে ছিলি ভাইয়া রে মোর দুই নয়নের য্যুতি,
 বিশ্বভুবন মুঠোয় পেতাম যদি আবার জন্ম হতি,
চুখের জলে রিদয় খুলে বিধাতারে বলি,
আমার পুন্য দাও গো তারে যে জন গেছে চলি,
তার কবরে যোগ করে দাও বেহেস্তেরি হাওয়া,
কপালে তার দাও গো লিখে সব সবুরের মেওয়া, বেহেস্তি যেন হয় গো  প্রভু আমার সোনা  ভাই,
তার সুখেতে আমরা সুখি আর।
কিছু না চাই।
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com