মেসি-ডি মারিয়া ছাড়াই চিলির মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা


dailymukti24 প্রকাশের সময় : সেপ্টেম্বর ৫, ২০২৪, ৫:১২ অপরাহ্ন /
মেসি-ডি মারিয়া ছাড়াই চিলির মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা

মেসি-ডি মারিয়াকে ছাড়া নতুন যুগে প্রবেশ করছে আর্জেন্টিনা। যদিও ইন্টার মায়ামি তারকার দিন এখনও শেষ হয়ে যায়নি।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভোর ৬টায় বিশ্বকাপ বাছাইয়ে চিলির মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। ম্যাচের ভেন্যু রিভারপ্লেটের ঘরের মাঠ এল মনুমেন্টাল। ক্লাব ফুটবলের এ বিরতিতে কলম্বিয়ার বিপক্ষেও একটি ম্যাচ খেলবে লিওনেল স্ক্যালোনির দল। এ দুটি ম্যাচে কারা পরবেন ১০ ও ১১ নম্বর জার্সি?

স্বাভাবিকভাবেই ধারণা করা হতে পারে, স্কোয়াড ঘোষণার কয়েকদিন পর দলে সংযোজিত পাওলো দিবালা ১০ বা ১১ নম্বর জার্সি পরবেন। কিন্তু হেড কোচ বলছেন ভিন্ন কথা। সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে স্ক্যালোনি বলেন, ‘লিও আগেও যখন অনপুস্থিত ছিল, অ্যাঞ্জেল কোরেয়া এটা পরেছে। ১০ নম্বর জার্সির একজন মালিক আছে, এটা কোনো সমস্যা নয়।’

তাহলে ১১ নম্বর জার্সি পাচ্ছেন কে? আলবিসেলেস্তে কোচ বলেন, ‘এই মুহূর্তে ১১ নম্বর জার্সির মালিক নেই। কে এটা পরবে, সেই পরিকল্পনা আমাদের আছে। দেখা যাক, কাকে এটা পরতে দিই।’