রাকিবুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাটে প্রতিপক্ষের হামলায় মাহাতাব শেখ (৪২) নামের এক কৃষক নিহত হয়েছেন। তিনি নলধা-মৌভোগ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তফা শেখের মেঝ ভাই। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ জানিয়েছে, শুক্রবার (১৬ মে) রাতে উপজেলার কামটা গ্রামের একটি পোল্ট্রি ফার্মে ঘুমিয়ে থাকা অবস্থায় মাহাতাব শেখের ওপর হামলা চালানো হয়। পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে মারধর করে হত্যা করা হয়েছে।
নিহতের ভাই রিপন শেখ জানান, রাত সাড়ে ১১টার দিকে কে বা কারা মাহাতাবের ওপর হামলা করে। তিনি দৌড়ে পালিয়ে গিয়ে তার ভাইপো মহাসিন শেখকে ফোন করে বিষয়টি জানান। পরে পরিবারের লোকজন নলধাবাগ এলাকা থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এদিকে, নিহত মাহাতাব শেখের বড় ভাই ইউপি সদস্য মোস্তফা শেখ গত ১৪ মে (বুধবার) পুলিশে গ্রেপ্তার হন বলে পরিবার দাবি করেছে।
এ বিষয়ে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কীভাবে মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।”
আপনার মতামত লিখুন :