জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে দলটি। শুক্রবার (১৬ মে) বিকেলে রাজধানীর গুলিস্তানের আবরার ফাহাদ এভিনিউতে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন এ্যাড মো. তরিকুল ইসলাম, সদস্য সচিব হয়েছেন ডা. জাহিদুল ইসলাম এবং মুখ্য সংগঠক হয়েছেন ইন্জি. ফরহাদ সোহেল।
জানা গেছে, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর অনুমোদনক্রমে জাতীয় যুবশক্তির ১৩৪ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়।
কমিটি’র সংগঠক পদে জায়গা পেয়েছেন রংপুরের শহীদ আবু সাঈদের উপজেলা পীরগঞ্জ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাসুম বিল্লা। তিনি উপজেলার ৯নং তুলারামপুর গ্রামের মৃত. মোকছেদ আলীর বড় ছেলে।
মাসুম বিল্লা দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তার সাংগঠনিক দক্ষতা ও তরুণ সমাজের সঙ্গে নিবিড় সম্পৃক্ততার কারণে পার্টির শীর্ষ নেতারা তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে মনোনয়ন দেন।
নতুন দায়িত্ব পেয়ে মাসুম বিল্লা বলেন, “আমি যুব সমাজের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। জাতীয় নাগরিক পার্টির আদর্শকে সামনে রেখে দেশের উন্নয়নে অবদান রাখতে চাই।”
আপনার মতামত লিখুন :