রিয়েলমি সি৭১ : এক চার্জে ২ দিন


dailymukti24 প্রকাশের সময় : মে ২২, ২০২৫, ৩:৫৭ অপরাহ্ন /
রিয়েলমি সি৭১ : এক চার্জে ২ দিন

নিজস্ব প্রতিনিধি, তথ্যপ্রযুক্তি ডেস্ক
তরুণ প্রজন্মের পছন্দের প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি, বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টফোন রিয়েলমি সি৭১। আধুনিক ডিজাইন ও দীর্ঘস্থায়ী ব্যাটারির এই স্মার্টফোনটিকে কোম্পানি বলছে ‘ব্যাটারি মনস্টার’।

এই ফোনে রয়েছে ৬,৩০০ এমএএইচ ব্যাটারি ও ৪৫ ওয়াট সুপারভুক চার্জিং, যা মাত্র ১ ঘণ্টার চার্জে দুই দিন পর্যন্ত ব্যবহার উপযোগী। ১২০ হার্জ রিফ্রেশ রেট ডিসপ্লে, এআই সুবিধাসম্পন্ন ফিচার এবং পালস লাইট নোটিফিকেশন প্রযুক্তির কারণে এটি তরুণদের ব্যবহারে আরও স্বাচ্ছন্দ্য এনে দেবে।

রিয়েলমি সি৭১-এ থাকছে ৫০ মেগাপিক্সেল এআই ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এর সাথে সংযুক্ত ফ্লিকার লেন্স আলোর ভারসাম্য রক্ষা করে ছবিকে করে তোলে আরো ঝকঝকে।

এতে আছে এআই নয়েজ রিডাকশন কল ২.০, এআই ক্লিয়ার ফেস, এআই ইমেজ ম্যাটিং, এআই ইরেজার ও গুগল সার্কেল-টু-সার্চ প্রযুক্তি, যা প্রতিদিনের স্মার্টফোন ব্যবহারে এনে দেবে নতুন মাত্রা।

ফোনটি বাজারে পাওয়া যাচ্ছে দুইটি ভ্যারিয়েন্টে —

৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ = ১৪,৯৯৯ টাকা

৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ = ১৫,৯৯৯ টাকা

এছাড়াও রয়েছে ডায়নামিক মেমরি এক্সপানশন প্রযুক্তি, যা স্মার্টফোনটিকে ২ টেরাবাইট পর্যন্ত বর্ধিত মেমরি ব্যবহারের সুবিধা দেবে।

স্মার্টফোনটি আইপি৬৪ রেটিংসহ জল ও ধুলাবালু প্রতিরোধে সক্ষম এবং সনিক ওয়েভ ওয়াটার ইজেকশন প্রযুক্তি থাকায় যেকোনো পরিস্থিতিতে নির্ভরযোগ্যতা নিশ্চিত করে।