নাচোলে দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা


dailymukti24 প্রকাশের সময় : মে ২৯, ২০২৫, ৩:৩৯ অপরাহ্ন /
নাচোলে দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা

 মোঃ আতাউর রহমান, নাচোল

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১০টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে নাচোল খুরশেদ মোল্লা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আলহাজ্ব নূরুল ইসলাম

“নৈতিক অবক্ষয় ও দুর্নীতি উন্নয়নের প্রধান অন্তরায়” শীর্ষক বিতর্কে মাধ্যমিক পর্যায়ে পক্ষে অংশগ্রহণ করে নাচোল খুরশেদ মোল্লা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং বিপক্ষে অংশ নেয় এশিয়ান স্কুল অ্যান্ড কলেজ। কলেজ পর্যায়ে পক্ষে ছিল নাচোল সরকারি কলেজ এবং বিপক্ষে অংশ নেয় নাচোল মহিলা ডিগ্রি কলেজ

বিচারকদের চূড়ান্ত রায়ে মাধ্যমিক পর্যায়ে এশিয়ান স্কুল অ্যান্ড কলেজ বিজয়ী হয় এবং শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন মুনতাহিনা মৌমি। কলেজ পর্যায়ে নাচোল মহিলা ডিগ্রি কলেজ বিজয়ী হয় এবং বিপক্ষ দলের মৃদুল হাসান শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন। শেষে বিজয়ী দল, শ্রেষ্ঠ বক্তা ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সহ-সভাপতি মুসলেহুদ্দীন, সাধারণ সম্পাদক একরামুল হক, উপজেলা আইসিটি অফিসার সোহেল রানানাচোল থানার এসআই আবুল কালাম আজাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সহিদুল ইসলাম