রতন মিয়া, পীরগঞ্জ প্রতিনিধি:
কে, কোথায়, কখন, কী, কেন, কিভাবে—এই ছকে রংপুরের পীরগঞ্জ উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প’-এর আওতায় তিনদিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে রবিবার (১ জুন) উপজেলা পরিষদ চত্বরে। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম।
উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাদেকুজ্জামান সরকারসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় কৃষি উদ্যোক্তারা।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় প্রায় ৯,০৫৭ হেক্টর জমিতে কন্দাল জাতীয় ফসলের চাষ হয়েছে। এসব ফসলে পুষ্টিগুণ বেশি থাকায় এবং ফলন ভালো হওয়ায় কৃষকদের মধ্যে আগ্রহ বাড়ছে।
মেলায় কন্দাল জাতীয় ১৪টি প্রদর্শনী স্টলসহ অন্যান্য কৃষিপণ্যও প্রদর্শন করা হচ্ছে। প্রদর্শিত কন্দাল ফসলগুলোর মধ্যে রয়েছে—আলু, মুখিকচু, পানি কচু, মেটে আলু, গাছ আলু, মিষ্টি আলু এবং ইয়াম।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদের হলরুমে “কন্দাল ফসলের গুরুত্ব ও সম্প্রসারণ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুহুল আমিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম। এছাড়াও বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাদেকুজ্জামান সরকার, প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুল কবীর এবং সমাজসেবা অফিসার আব্দুর রাজ্জাক।
বক্তারা বলেন, এই মেলার মাধ্যমে কন্দাল জাতীয় ফসলের উৎপাদন ও বাজার সম্প্রসারণে নতুন উদ্যোক্তাদের আগ্রহ আরও বাড়বে।
আপনার মতামত লিখুন :