নিজস্ব প্রতিনিধি, কালিগঞ্জ-
লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলায় এক গ্রাম পুলিশের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আজ ২রা জুন সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ আনারুলের বাড়িতে গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম তার বাড়িতে অভিযান চালিয়ে শাকিল ইসলাম নামে একজনকে ষাট বোতল ফেনসিডিল সহ আটক করে। এ সময় গ্রামপুলিশ আনারুল ইসলাম ও মিলন চন্দ্র নামের দুই আসামী পালিয়ে যাওয়ায় গ্রেপ্তার করতে পারেনি গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্র।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই গ্রাম পুলিশ দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে দাবি করেছেন স্থানীয়রা।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, “গ্রেপ্তারকৃত ব্যক্তি সহ অভিয়ুক্ত গ্রাম পুলিশ আনারুলের ও মিলনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃত আসামিকে আদালতে পাঠানো হবে।
স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্ত গ্রামপুলিশের পদে থেকে দীঘদিন ধরে মাদক নামক এই অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করে আসছে আনারুল। তার নেতৃত্বে একটি বড় ধরনের মাদক সিন্ডিকেট পরিচালনা হয়। মাদক ব্যবসা করে গ্রাম পুলিশের অন্তরালে আনারুল এখন কোটিপতি। মাদক ব্যবসা করে কোটিপতি হওয়া আনারুল স্থানীয় এলাকাবাসী এবং প্রশাসনকে ফাঁকি দেওয়ার জন্য আমি মাত্র সেই গ্রামপুলিশের দায়িত্ব পালন করে। পদ্মার অন্তরালে অভিযুক্ত আনারুল মাদকের সিন্ডিকেট গড়ে তুলে কোটিপতি বনে গেছেন।
স্থানীয়দের অভিমত, গ্রাম পুলিশের চাকরি করে মাদকের মত অবৈধ সিন্ডিকেট গড়ে ব্যবসা পরিচালনা করায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছে। বিষয়টি তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
উল্লেখ্য, স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই তার দায়িত্ব স্থগিত করেছে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
আপনার মতামত লিখুন :