কালীগঞ্জে পাওনা টাকাকে কেন্দ্র করে নারীকে মারধর, হুমকি


dailymukti24 প্রকাশের সময় : জুন ১৩, ২০২৫, ৭:৩৬ অপরাহ্ন /
কালীগঞ্জে পাওনা টাকাকে কেন্দ্র করে নারীকে মারধর, হুমকি

নিজস্ব প্রতিনিধি, লালমনিরহাট
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশ হাজারী গ্রামে পাওনা টাকা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক নারীকে মারধর ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ১২ জুন সকাল ১০টা ৩০ মিনিটে। ভুক্তভোগী মোছাঃ লাকি খাতুন (৩২) এ ঘটনায় চারজনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়, লাকি খাতুনের সঙ্গে আবুল হোসেন (৩৫) নামের এক যুবকের দীর্ঘদিন ধরে টাকা লেনদেন নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধকে কেন্দ্র করে আবুল হোসেন, খালেদা বেগম, আম্বিয়া বেগম ও মোমেনা বেগম নামের আরও তিনজন তার পরিবারকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিলেন।

ঘটনার দিন অভিযুক্তরা লাকির বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে। প্রতিবাদ করলে তাকে পিটিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত করে আহত করে।

ভুক্তভোগী লাকি খাতুন বলেন, “বিবাদীরা আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। আমি নিরুপায় হয়ে ৯৯৯-এ ফোন করি, পুলিশ এসে আমাকে উদ্ধার করে।”

তিনি আরও অভিযোগ করেন, “আবুল হোসেন ফোনে আমাকে বিরক্ত করেন, পর্নোগ্রাফি পাঠান, কুরুচিপূর্ণ কথা বলেন। এ কারণে আমার পারিবারিক জীবনে সমস্যা তৈরি হয়েছে।”

লাকি খাতুন দাবি করেন, আবুল হোসেন তার নিকট থেকে নগদ তিন লক্ষাধিক টাকা এবং তার মায়ের নিকট থেকে ৫০ হাজার টাকা নিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত আবুল হোসেন বলেন, “২০১৭-১৮ সালে আমাদের পরিচয় হয়। কথা ছিল, দুজনের বাড়ির কাজ শেষ করে মেয়েদের বিয়ে দেব। এখন লাকি আমার সঙ্গে পল্টি নিয়েছেন। বরং আমি তার কাছে টাকা পাব।”

তিনি আরও বলেন, “দুলাল নামের একজন রাজমিস্ত্রি লাকির বাড়িতে কাজ করেছেন, তিনিই সাক্ষ্য দেবেন।”

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক বলেন,
“অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”