

মাজারুল ইসলাম, লালমনিরহাট
লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার তিনটি সীমান্ত পয়েন্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) জোরপূর্বক ৩ জন বাংলাদেশিকে পুশইন করেছে। বিজিবি ও স্থানীয়দের সক্রিয় প্রতিরোধে আরও ৯ জনকে শূন্যরেখায় আটকে রেখেছে বিএসএফ। শনিবার (১৪ জুন) সকালে এই ঘটনাগুলো ঘটে।
বিজিবি সূত্রে জানা যায়, হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া সীমান্তের ৯০৫/১ এস পিলার এলাকা দিয়ে বিএসএফ তিন বাংলাদেশিকে সীমান্ত পেরিয়ে জোরপূর্বক পাঠিয়ে দেয়। বিজিবি তাৎক্ষণিকভাবে তাদের আটক করে হাতীবান্ধা থানায় হস্তান্তর করে।
আটককৃতরা হলেন:
শহিদুল ইসলাম (৩৫), পিতা মকবুল গাজী, সাতখুটা, কলারোয়া, সাতক্ষীরা
আমজাদ মোল্লা (৪০), পিতা মৃত কামেম মোল্লা, পুটুনী, কলারোয়া, সাতক্ষীরা
মামুন মোল্লা (৫০), পিতা আব্দুল মুকিত মোল্লা, পাটেশ্বরি, কালিয়া, নড়াইল
তারা প্রায় ৮-১০ বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে বোম্বে শহরে কাজ করছিলেন। সম্প্রতি ভারতীয় কর্তৃপক্ষ তাদের ধরে এনে সীমান্ত দিয়ে ফেরত পাঠায়।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন নবী বলেন,
“তারা বাংলাদেশি নাগরিক হওয়ায় বিজিবি তাদের আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। যাচাই-বাছাই শেষে আইনানুগ প্রক্রিয়ায় আত্মীয়দের কাছে হস্তান্তর করা হবে।”
এছাড়া, একই দিন পূর্ব সারডুবি সীমান্তের ৮৯১ নং পিলার এলাকায় আরও ৩ জনকে পুশইনের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে তা ব্যর্থ হয়। বিএসএফ তাদের শূন্যরেখায় বসিয়ে রাখে।
অন্যদিকে, পাটগ্রামের শ্রীরামপুর ইউনিয়নের ডাঙ্গারপাড় সীমান্তে নারীসহ ৬ জনকে শূন্যরেখায় বসিয়ে রেখেছে বিএসএফ। সব মিলিয়ে লালমনিরহাট সীমান্তে বর্তমানে ৯ জন বাংলাদেশি শূন্যরেখায় অবস্থান করছেন।
বিজিবি জানিয়েছে,
“সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পুশইন প্রতিহত করতে আমরা সর্বোচ্চ প্রস্তুত।”
আপনার মতামত লিখুন :