চিলমারীতে মাঠ দিবসে কুমড়া চাষে উৎসাহ


dailymukti24 প্রকাশের সময় : জুন ২২, ২০২৫, ২:০৬ অপরাহ্ন /
চিলমারীতে মাঠ দিবসে কুমড়া চাষে উৎসাহ

মোঃ রুবেল মিয়া, চিলমারী (কুড়িগ্রাম)
কুড়িগ্রামের চিলমারীতে এসএসিপি রেইনস প্রকল্পের আওতায় মালচিং পদ্ধতিতে মিষ্টি কুমড়া চাষ নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ জুন) সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রমনা মডেল ইউনিয়নের তেলিপাড়া, পাত্রখাতা গ্রামে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন স্থানীয় কৃষক রফিকুল ইসলাম। সভায় উপস্থিত থেকে মালচিং পদ্ধতির চাষাবাদ ও অন্যান্য ফসল নিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজু আহমেদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা স্বপন মিয়া, আব্দুর রাজ্জাক এবং পূর্ণেন্দু সরকার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষক আর্জিনা বেগম। “আমি ১ একর জমিতে মালচিং পদ্ধতিতে কুমড়া চাষ করে প্রায় ৩০ হাজার টাকা লাভ করেছি। কৃষি অফিস থেকে সার, বীজ ও ঔষধ পেয়েছি, নিয়মিত তদারকি পেয়েছি—এতে আমি সাহস পেয়েছি। এখন সবাইকে কুমড়া চাষে এগিয়ে আসার আহ্বান জানাই।”

স্থানীয় কৃষকরাও এই আয়োজনকে কার্যকর বলে মত দেন এবং আগ্রহ প্রকাশ করেন মিষ্টি কুমড়াসহ অন্যান্য সবজির চাষে আধুনিক পদ্ধতি অনুসরণের।