✍️ রুবেল মিয়া, চিলমারী (কুড়িগ্রাম)
কুড়িগ্রামের চিলমারী উপজেলায় মেধাবী শিক্ষার্থী আছমা খাতুন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েও অর্থাভাবে ভর্তি হতে পারছিলেন না। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সবুজ কুমার বসাকের তৎপরতায় তার স্বপ্নপূরণ হল।
আছমা খাতুন সবুজপাড়া এলাকার একজন মেধাবী তরুণী। চলতি বছরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়ে খুশি হলেও ভর্তি ফি বাবদ ২০ হাজার টাকা জোগাড় করতে না পেরে হতাশায় পড়েছিলেন। অসহায় হয়ে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কাছে সহযোগিতা চান।
ইউএনও সবুজ কুমার বসাক বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার বিকেলে নিজ কার্যালয়ে আছমার হাতে নগদ ২০ হাজার টাকা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার।
আছমার মা ছামছুন্নাহার বেগম আবেগাপ্লুত হয়ে বলেন, “মেয়ে অনেক কষ্ট করে পড়াশোনা করেছে। ভর্তি হওয়ার সময় টাকা না পেয়ে হতাশ ছিল, কিন্তু ইউএনও স্যার আমাদের স্বপ্নপূরণের পথ খুলে দিয়েছেন।”
আছমা খাতুন বলেন, “পড়ালেখা শেষ করে দেশ ও সমাজের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই।”
ইউএনও সবুজ কুমার বসাক জানান, “অর্থাভাবে পিছিয়ে পড়া সম্ভাবনাময় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন থাকবে।”
আপনার মতামত লিখুন :