স্কুল শিক্ষক ছেলের হাতে মার খেলেন মা


dailymukti24 প্রকাশের সময় : জুলাই ৪, ২০২৫, ৩:২৪ অপরাহ্ন /
স্কুল শিক্ষক ছেলের হাতে মার খেলেন মা

নিজস্ব প্রতিনিধি, চরফ্যাসন (ভোলা)

ভোলার চরফ্যাসন উপজেলায় সম্পত্তির জন্য মাকে মারধরের অভিযোগ উঠেছে শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাকসুদুর রহমানের বিরুদ্ধে। শুক্রবার (৪ জুলাই) সকালে মুজিবনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডে ঘটনাটি ঘটে। গুরুতর আহত মা বিবি ফাতেমা বর্তমানে চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ঘটনার বিবরণ দিতে গিয়ে মা বিবি ফাতেমা জানান, তার চার ছেলে ও দুই মেয়ের মধ্যে মাকসুদ তার বড় ছেলে। শিক্ষিত করে তুলেছেন তাকেই। কিন্তু চাকরির পর থেকেই মাকসুদ পরিবারের অন্যান্য সদস্যদের সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা করেন। আট বছর আগে স্বামী ও স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেন তিনি। এরপর তারা বিচ্ছিন্ন দ্বীপ মুজিবনগরের কৃষক ছেলে সফিকের কাছে আশ্রয় নেন।

বিবি ফাতেমা কান্নাজড়িত কণ্ঠে বলেন,”ছেলেকে জন্ম দিয়ে বড় করেছি, শিক্ষিত করেছি। অথচ সেই ছেলে আমাদের ঘরছাড়া করেছে। আজ তাকে নিজের ছেলে বলতে লজ্জা লাগে। তার মারধরে আমার স্বামী অসুস্থ হয়ে মারা গেছেন। এখন আমাকে পর্যন্ত ছাড়েনি।”

ভুক্তভোগী ফাতেমার অন্য দুই ছেলে সফিক ও ছিদ্দিক বলেন, মাকসুদ শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করার পর থেকেই বাবা-মার ওপর নির্যাতন শুরু করে। জমি নিজের নামে লিখে নিতে চায়, না দিলে মারধর করে। এমনকি শুক্রবার সকালেও বহিরাগতদের নিয়ে জমি দখলের চেষ্টা করলে মা ও ভাই সফিককে মারধর করে। পরে স্থানীয়রা মা ফাতেমাকে হাসপাতালে ভর্তি করেন।

অভিযুক্ত শিক্ষক মাকসুদুর রহমান মোবাইল ফোনে যোগাযোগ করা হলে মাকে মারধরের অভিযোগ অস্বীকার করেন।

দুলারহাট থানার ওসি আরিফ ইফতেখার বলেন,এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে মাকে মারধর করা সবচেয়ে ঘৃণিত কাজ।”