মাজারুল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় থানা অবরোধ করে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের উপজেলা আহ্বায়ক খন্দকার নূর নবী কাজলকে আটক করেছে পুলিশ।
শনিবার (৫ জুলাই) সকালে উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের বটতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রাম এলাকার মৃত শাহ আবুল কাশেমের ছেলে।
জানা গেছে, গত ২ জুলাই সাজাপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নিতে পাটগ্রাম থানা অবরুদ্ধ করে বিএনপির নেতা-কর্মীরা ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাটগ্রাম থানা থেকে সহযোগিতা চাওয়া হলে, হাতীবান্ধা বিএনপির নেতাকর্মীরা হাতীবান্ধা থানাকেও অবরুদ্ধ করে রাখে, ফলে পুলিশের কাজে মারাত্মকভাবে বাধা সৃষ্টি হয়।
ঘটনার দুই দিন পর, হাতীবান্ধা থানায় ২৭ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়। মামলায় খন্দকার নূর নবী কাজলকে প্রধান আসামি করা হয়।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মাহমুদুন-নবী বলেন,
❝২ জুলাইয়ের ঘটনায় দায়ের করা মামলার ১ নম্বর আসামি খন্দকার নূর নবী কাজলকে গ্রেফতার করা হয়েছে। এর আগে শুক্রবার মামলার ১৫ নম্বর আসামি মাহফুজুর রহমান বিপ্লবকেও গ্রেফতার করা হয়। তাদের দু’জনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং অন্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।❞
আপনার মতামত লিখুন :