বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি, তানোর (রাজশাহী):
রাজশাহীর তানোর উপজেলার কালিগঞ্জ বাজার এলাকায় ফার্মেসির আড়ালে ট্যাপেন্টাডলসহ মাদক বিক্রির অভিযোগে পাঁচজনকে আটক করেছে র্যাব-৫। সোমবার (২২ জুন) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয় ১৬৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৫টি মোবাইল ফোন, ৫টি সিম কার্ড এবং নগদ ৪১ হাজার ৩০০ টাকা।
আটককৃতরা হলেন—মোঃ ময়েজ উদ্দীন (৭৩), মোঃ খোকন (৩৫), হাফিজুর রহমান (৩৫), ইসমাইল হোসেন (২৬) ও মোঃ ছারু খান (২৯)।
র্যাব-৫ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “কালিগঞ্জ বাজার এলাকার ময়েজ উদ্দীনের ফার্মেসিতে দীর্ঘদিন ধরে মাদক মজুদ ও বিক্রি করা হচ্ছিল। আমরা গোপন সংবাদের ভিত্তিতে নজরদারি চালিয়ে পরিকল্পিতভাবে অভিযান পরিচালনা করি।”
র্যাব আরও জানায়, আটককৃতদের বিরুদ্ধে তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :