মধুমতির ভাঙনে ঘরহারা কালিয়ার শতাধিক পরিবার


dailymukti24 প্রকাশের সময় : জুলাই ৬, ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন /
মধুমতির ভাঙনে ঘরহারা কালিয়ার শতাধিক পরিবার

নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের কালিয়া উপজেলার চর-মধুপুর গ্রামে মধুমতি নদীর ভয়াবহ ভাঙনে বসতঘর, আবাদি জমি ও ভিটেমাটি হারিয়ে মানবেতর জীবন যাপন করছেন স্থানীয়রা। বর্ষা মৌসুমে নদীপ্রবাহের গতি বাড়ার সাথে সাথে ভাঙনের তীব্রতাও বেড়ে গেছে। ফলে প্রতিনিয়ত নদীগর্ভে বিলীন হচ্ছে সম্পদ ও স্বপ্ন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মধুমতির ভাঙনে এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হলেও স্থায়ী প্রতিরোধের কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। অতি সম্প্রতি অনেকের ঘরবাড়ি ও ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে। এমন পরিস্থিতিতে এলাকাবাসী দ্রুত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে নড়াইল পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী সায়েম রাশেদ বলেন,
“নদীর প্রবাহ, গভীরতা ও ভাঙনের গতি প্রকৃতি পর্যালোচনা করে জরিপ কার্যক্রম চলছে। জরিপ প্রতিবেদন জমা দিলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।”

স্থানীয়রা বলছেন, বর্ষাকাল আসলেই আতঙ্কে দিন কাটে তাদের। নদী গর্ভে বসতভিটা হারিয়ে তারা এখন আশ্রয়হীন, কেউ আশ্রয় নিয়েছে অন্যের বাড়িতে, কেউবা ঘর বেঁধেছে বাঁধের পাশে। সরকারি সহায়তা ও পুনর্বাসনের উদ্যোগ না থাকায় চরম দুর্ভোগে পড়েছে নদীভাঙনকবলিত পরিবারগুলো।

উল্লেখ্য, প্রতি বছর বর্ষার শুরু থেকে মধুমতি নদীর বিভিন্ন অংশে ভাঙন দেখা দিলেও কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা থাকায় ভাঙনের ভয়াবহতা দিন দিন বেড়েই চলেছে।