একটিতে ফেল অপরটিতে একমাত্র শিক্ষার্থী পাস


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-০৭-১১, ৮:৫৫ PM / ৩২
একটিতে ফেল অপরটিতে একমাত্র শিক্ষার্থী  পাস

 রতন মিয়া পীরগঞ্জ

রংপুরের পীরগঞ্জ উপজেলায় সদ্য প্রকাশিত ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে বিরল বৈপরীত্য দেখা গেছে—একটি বিদ্যালয়ে সবাই অকৃতকার্য, আরেকটিতে পাসের হার শতভাগ, যদিও পরীক্ষার্থী ছিল মাত্র একজন। শুক্রবার (১১ জুলাই ২০২৫) দুপুরে পাওয়া ফলাফলে দেখা যায়, উপজেলার বড় আলমপুর ইউনিয়নের ছোট উজিরপুর উচ্চ বিদ্যালয়‑এর ৯ জন শিক্ষার্থীর সবাই ফেল করেছে, অন্যদিকে গুর্জিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়‑এর একমাত্র পরীক্ষার্থী জিপিএ ১.৬১ পেয়ে পাস করেছে। ফলে বিদ্যালয়টির পাসের হার কাগজে‑কলমে ১০০ শতাংশ, বাস্তবে হাস্যকর এক পরিসংখ্যান।

গুর্জিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নুরের ছবি ফোনে জানান, ভালোভাবে কথা শোনা না গেলেও “আমার বিদ্যালয়ে শতভাগ পরীক্ষার্থী পাস করেছে।”
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান বলেন, “দুটি বিদ্যালয়ের ফল আমরা পর্যালোচনা করছি; প্রয়োজন অনুযায়ী বিধি‑মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।”