সুনামগঞ্জে সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্মরণসভা ও দোয়া


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-০৭-১৪, ১:৪৩ PM / ৯১
সুনামগঞ্জে সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্মরণসভা ও দোয়া

 এম রেজা টুনু, সুনামগঞ্জ

সুনামগঞ্জ জেলা জাতীয়পার্টির আয়োজনে সোমবার বিকেল সাড়ে ৩টায় শহরের উকিলপাড়াস্থ প্রেসক্লাব মিলনায়তনের হলে সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হোসাইন মোহাম্মদ এরশাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় জেলার ১২টি উপজেলা থেকে তৃণমূলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। দোয়ারাবাজার উপজেলা জাতীয়পার্টির সভাপতি মোঃ নজির হোসেন মাষ্ঠারের সভাপতিত্বে এবং জেলা জাতীয়পার্টির সদস্য এমদাদুল হক দিলবরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক ভিপি ও বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান সমছু।

প্রধান বক্তার বক্তব্যে সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত এ্যাডভোকেট আব্দুল মজিদের সুযোগ্য উত্তরসূরী, সুনামগঞ্জ জেলা জাতীয়পার্টির সদস্য সচিব ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে জাতীয়পার্টির সম্ভাব্য লাঙ্গল প্রতীকের প্রার্থী এ্যাডভোকেট নাজমূল হুদা হিমেল বলেন,“জাতীয়পার্টি এমন একটি সংগঠন যা ষড়যন্ত্র করলে আরও শক্তিশালী হয়। প্রয়াত চেয়ারম্যানের সুযোগ্য উত্তরসূরী জিএম কাদেরের নেতৃত্বে পার্টি তৃণমূলের জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে সারাদেশে জনপ্রিয়তা বাড়াচ্ছে। তাই কেউ জাতীয়পার্টিকে দমাতে পারবে না। সুনামগঞ্জে দলকে আরও শক্তিশালী করতে তৃণমূলের জনগণের মাঝে পল্লীবন্ধু এরশাদের শাসনামলের উন্নয়নের চিত্র তুলে ধরতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কৃষক পার্টির সহসভাপতি আব্দুল আউয়াল, জেলা জাতীয়পার্টির যুগ্ম আহবায়ক গোলাম হোসেন অভি, যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট শাহ আলম তুলিফ, জামালগঞ্জ উপজেলা জাতীয়পার্টির সভাপতি এইচ এম ফারুক আহমদ, শান্তিগঞ্জ উপজেলা জাতীয়পার্টির সভাপতি হারুণ মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

প্রধান অতিথি সাইফুর রহমান সমছু বলেন,“হোসাইন মোহাম্মদ এরশাদের দীর্ঘ ৯ বছরের শাসনামলে দেশে বিকেন্দ্রীকরণ বাস্তবায়িত হয়, উপজেলা পরিষদ গঠনের মাধ্যমে সরাসরি ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার সুযোগ সৃষ্টি হয়। বর্তমানে সরকার জাতীয়পার্টিকে আলোচনায় অন্তর্ভুক্ত করছে না, অথচ স্বাধীনতা ও দেশের উন্নয়নে এরশাদের অবদান অনেক। বর্তমানে দেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও হত্যা বেড়েই চলেছে, যা সাধারণ মানুষের জন্য আতঙ্কজনক। সরকারকে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”

স্মরণসভায় দলের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল করে উপস্থিত হন এবং প্রবীণ ও নবীন নেতাকর্মীদের মিলনমেলা হয়।
সভা শেষে জাতীয়পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়, যা পরিচালনা করেন জাতীয়পার্টির সদস্য মাওলানা মকবুল হোসেন।