নড়াইলে পুলিশের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বই বিতরণ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মার্চ ১৭, ২০২৩, ১০:৫৫ অপরাহ্ণ /
নড়াইলে পুলিশের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বই বিতরণ
নড়াইল জেলা প্রতিনিধি।
স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন
শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন। – এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইল জেলা পুলিশের উদ্যোগে আজ ১৭ মার্চ স্বাধীনতার মহান স্থপতি ও বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে পুলিশ লাইনসে্ এক আলোচনা সভা ও শিশুদের মাঝে বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ও শিশুদের মাঝে বই (ছেটদের জন্য ‘বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’) বিতরণ করেন মোসাঃ সাদিরা খাতুন, পুলিশ সুপার, নড়াইল।
পুলিশ সুপার বলেন, স্বাধীন বাংলাদেশের রূপকার ও মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই কিন্তু তার আদর্শ আমাদের চিরন্তন প্রেরণার উৎস। তার নীতি ও আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সাহসী, ত্যাগী ও আদর্শবাদী নেতৃত্ব। তিনি এ সময় স্মার্ট বাংলাদেশ গঠন ও রূপকল্প ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
এ সময় তিনি জাতির পিতার জীবন ও কর্ম শিশুদের মাঝে তুলে ধরেন এবং আগামী দিনের কর্ণধার শিশু-কিশোরদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও কোমলমতি শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com